মহানন্দা সেতু টোলমুক্ত করায় প্রতিবন্ধকতা কোথায়?

  


মাত্র ৪৪০ মিটার দৈর্ঘ্যের একটি সেতু! প্রায় ৩০ বছর ধরে চলছে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) টোল আদায়।

এদিকে নিউজ দেখলাম চাঁপাইনবাবগঞ্জ বাসীর গলা ঘন্টা দিয়ে আরো জাঁকজমকপূর্ণ ভাবে টোল আদায়ের জন্য সেতুর টোল ঘরে বসানো হবে ইলেকট্রনিক টোল কালেকশন মেশিন।

ইহা জেলাবাসীর জন্য দুঃসংবাদ!

একদিকে যেমন প্রতি বছর কোটি কোটি টাকা টোল আদায় করা হয় পক্ষান্তরে সেতুর রক্ষণাবেক্ষণ কারো কোন এরকম উদ্যোগ দেখা যায় না। দীর্ঘদিন ধরে রং করা হয়না, কোন জায়গা ক্ষতিগ্রস্ত হলে মেরামতের নেই কোনো উদ্যোগ, সেতুর লাইট গুলো নষ্ট হয়ে আছে এগুলো দেখার কেউ নাই!

প্রতিদিন সোনামসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানি হাজার হাজার গাড়ির যাতায়াত এই সেতুর উপর দিয়ে। সেই হিসাব অনুযায়ী নির্মাণ ব্যয় অনেক আগেই পরিশোধ হয়ে গেছে। তাহলে এখনও কেন টোল আদায় চলছে, ইহা নিতান্তই একরকম জুলুম !

বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা সেতু) টোল মুক্তির দাবি জানাচ্ছি। 

লেখা: মোঃ আতিক হাসান


Post a Comment (0)
Previous Post Next Post