অনলাইন তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য চাঁপাইনবাবগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম আয়োজন করেছে ফটো কন্টেস্ট ও টপ কন্ট্রিবিউটর হান্ট নামের একটি কম্পিটিশন।
১১ জুলাই রবিবার রাত ৯ টাই এই কম্পিটিশন শুরু করা হয়েছে। এক সপ্তাহব্যাপী এই কম্পিটিশন শেষ হবে ১৮ তারিখ রাত ৯ টাই ।
ফটো কন্টেস্টে অংশগ্রহণের নিয়মাবলিঃ
১। #CBPCONTEST এই ট্যাগ দিয়ে পোস্ট করতে হবে।
২। দৈনিক কমপক্ষে ১টি পোস্ট করতে হবে দৈনিক সর্বোচ্চ ২টি পোস্ট করতে পারবে।
৩। একসাথে ৫টির বেশি ছবি দেয়া যাবে না ।
৪। পোস্টে রিয়েকশন কমেন্ট এবং কমেন্টের রিপ্লাই এর ভিত্তিতে মার্কস দেয়া হবে ।
(প্রতিটি রিয়েকশনে ১ পয়েন্ট, কমেন্টে ২ পয়েন্ট) প্রতি পোস্টে ১জনের সর্বোচ্চ ১টা কমেন্ট কনটেস্ট এর জন্য নেয়া হবে প্রতিটি কমেন্টে পোস্টদাতার ১টি রিপ্লাই গ্রহনযোগ্য হবে।)
৫। অবশ্যই নিজের তোলা ছবি পোস্ট করতে হবে । অনলাইন থেকে ডাউনলোড ছবি পোস্ট করলে তা বাতিল বলে গন্য হবে ।
# ফটো কনটেস্টে ৩টি আকর্ষণীয় পুরস্কার থাকবে । ১মঃ পিতলের মগ, ২য়ঃ শাড়ি অথবা পাঞ্জাবি, ৩য়ঃ নিজের ফটোসহ ফ্রেম
# ৩ জন টপ কন্ট্রিবিউটরদের জন্য থাকছে— ১মঃ ১ পাউন্ড কেক, ২য়ঃ হুপ ওয়ালমেট, ৩য়ঃ ক্রাউন.
Chapainawabganj Business Platform নামের ফেসবুক গ্রুপে পোস্ট দেয়া, লাইক, কমেন্ট, শেয়ারের ভিত্তিতে এগিয়ে থাকবে যারা তাদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পজিশনের তিনজনকে টপ কন্ট্রিবিউটরের পুরষ্কার দেয়া হবে।
উল্লেখ্য চাঁপাইনবাবগঞ্জের বাইরের উদ্যোক্তা ও ব্যবসায়ীরাও এই আয়োজনে অংশ নিতে পারবে।
উক্ত আয়োজনের গিফট স্পন্সর হলো শৌখিন স্টোর, স্বপ্ন ছোয়া ওয়ার্ল্ড, চাঁপাই ওয়েডিং ফ্রেমস, পেস্ট্রি হাউস, দ্বীপশিখা ক্র্যাফটস ওয়ার্ল্ড এবং প্রিটিয়েস্ট স্টোন। মিডিয়া পার্টনার চাঁপাই পোস্ট ডট কম এবং ডিজাইন পার্টনার প্রমোসল।