সপ্তাহব্যাপী চলমান ফটো কন্টেস্টে ৩৪৫৩ মার্ক পেয়ে ১ম হয়েছেন হাদিয়া আখতার নিশা, ১৮৮২ মার্ক পেয়ে ২য় হয়েছেন আফিয়া আজিজা এবং ১৮২৬ মার্ক পেয়ে ৩য় হয়েছেন সাইমা আজিজ ইমু।
বিজয়ীরা চাঁপাইনবাবগঞ্জ বিজনেস প্ল্যাটফর্মের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন।
আয়োজক কমিটির সদস্যগণ জানান, এই কন্টেস্ট দিয়ে তারা সকল শ্রেণির ফটোগ্রাফারকে নিজেদের পণ্যের ফটোগ্রাফির জন্য সুযোগ দিয়েছেন। পণ্যের পাশাপাশি নিজেদের পছন্দমত ছবিও অনেকে পোস্ট করেছেন। কমিটি সদস্যগণ কন্টেস্টে অংশ নিতে যে নিয়ম সে অনুযায়ী ফল প্রকাশ করেছে। ছোট গ্রুপটি আরো বড় হলে আরো বড় পরিসরে আয়োজনের কথা জানান তারা।
ঈদ পরবর্তী সময়ে বিজয়ীদের প্রাপ্য পুরস্কার পৌঁছে দেয়া হবে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়।
উক্ত আয়োজনের গিফট স্পন্সর ছিলেন শৌখিন স্টোর, স্বপ্ন ছোয়া ওয়ার্ল্ড, চাঁপাই ওয়েডিং ফ্রেমস, পেস্ট্রি হাউস, দ্বীপশিখা ক্র্যাফটস ওয়ার্ল্ড এবং প্রিটিয়েস্ট স্টোন। মিডিয়া পার্টনার চাঁপাই পোস্ট ডটকম এবং ডিজাইন পার্টনার প্রোমোসল।