আমার অন্তিম যাত্রায়,
কারো কোলে শেষ ঘুম ঘুমানোর জন্য একটা তুমি চাই,
আমার পীড়িত সময় আমার শরীরের তাপটুকু শোষণ করার জন্য একটা তুমি চাই,
আমার ইচ্ছে গুলো চোখের দিকে তাকিয়ে বুঝার জন্য একটা তুমি চাই,
আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বো,
আমার শিওরে বসে ভালবাসার রঙিন স্বপ্ন দেখানোর জন্য একটা তুমি চাই,
চাঁদনি রাতে জোছনা বিলাস করার জন্য আমার একটা তুমি চাই,
ঝুম বৃষ্টি ভিজে জ্বর বাধিয়ে যখন বাড়ি ফিরবো,
আমাকে শাষণ করার জন্য তুমি চাই,
আমি যখন খুব রেগে যাবো,
তুমি আমায় শক্ত করে ধরে আমরা রাগ গুলো তোমার ভালোবাসার পরশে শান্ত করার জন্য একটা তুমি চাই,
তোমায় নিয়ে হুট হাট গল্প কবিতায় ভালোবাসা প্রকাশের জন্য,
আমার একটা তুমি চাই।