ছোটবেলা থেকে আমরা সবাই স্বপ্ন দেখতে দেখতে বড় হই। একেক সময় একেক রকম হতে ইচ্ছে হয়। ক'জনই বা পারেন নিজের ইচ্ছের প্রতিফলন ঘটাতে? ক'জন বা পারেন নিজেকে মেলে ধরতে?
চাঁপাই পোস্টের মাধ্যমে নিজেদের মেলে ধরা কিছু উদ্যমী উদ্যোক্তার কথা তুলে ধরবো আমরা।
নাম সুলতানা সিদ্দিকা শাহ, ছোট বেলা থেকে দেখা স্বপ্ন বাস্তবে পূরণ করছেন তিনি। ছোট থেকে কেকের প্রতি আলাদা নেশা থাকায় সুযোগ পেলেই যখন তখন কেক বানানোর চেষ্টা করতেন। সেই নেশা এখন পেশায় পরিণত হয়েছে। সম্প্রতি আমের অবয়বে কেক বানিয়ে সাড়া ফেলেছেন। প্রথম দেখায় অনেকে মনে করেছিলো আম, পরে ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় সেটা আমের অবয়বে কেক। অনেকে এই কেকে নাম দিয়েছেন কেকাম (কেক+আম)।
তার হাতের কেক আত্নীয় স্বজন ভীষণ পছন্দ করায় তিনি উৎসাহ পান কেক নিয়ে কাজ শুরু করার। প্রথম অর্ডার পান ২০২০ সালের আগস্ট মাসে। সেই থেকে শুরু, এর পর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলে জানান তিনি।
সুলতানা পড়াশোনা শেষ করেছেন রাজশাহী কলেজ থেকে। বাংলা বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছেন । অনার্সে পড়াকালীন বিয়ে হয় তার। এখন তিনি তিন কন্যা সন্তানের জননী । শ্বশুরবাড়ি থেকেই পড়াশোনা শেষ করে তিনি কেক নিয়ে ব্যবসা করার উদ্যোগ গ্রহণ করেছেন। এমতাবস্থায় শ্বাশুড়ি, ননদের সমর্থন ও অবদানের কথা ভুলে যাননি। শাশুড়ি, ননদ পাশে না থাকলে তিনি এ পর্যায়ে পৌঁছাতে পারতেন না বলে জানান।
সুলতানা সিদ্দিকির অনলাইনভিত্তিক পেইজের নাম S Cake by Home. এই পেইজ থেকে যাবতীয় অর্ডার গ্রহণ করেন । ক্রেতাদের কাছে অর্ডার পাওয়ার পর ডিজাইন, ডেলিভারি নিয়ে মহাচিন্তায় থাকেন। সংসারের কাজ সামাল দেওয়ার পাশাপাশি কেক বানাতে হয় তাকে। কেক তৈরিতে মাঝে মাঝে তাঁর মেয়েরা সাহায্য করেন।
পরবর্তীতে কেক নিয়ে কতদূরে এগিয়ে যেতে চান জানতে চাওয়া হলে তিনি বলেন " ভবিষ্যতে একটা কেক শপ খোলার ইচ্ছা আছে যেখানে বিভিন্ন ফ্লেভারের কেক থাকবে এবং ক্রেতারা পছন্দমতো কেক ক্রয় করে নিয়ে যাবেন।
নিজের প্রতি আস্থা রাখলে সাফল্য এসে ধরা দিবে এ কথায় বিশ্বাসী তিনি। কারো কটু কথায় কান না দিয়ে, ধৈর্য্য ধরে সামনে এগিয়ে যেতে চান সুলতানা। পরিশেষে সবার সুপরামর্শ ও সাপোর্ট চান ।
.
চাঁপাই পোস্ট ডেস্ক
তাহসিন মিম,
শিক্ষার্থী, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়