আমের নাম: গোপালভোগ
বাংলাদেশে উৎকৃষ্ট জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ অন্যতম। এ আমটি একটু লম্বা ও অনেকটাই গোলাকার হয়। এর বোটা শক্ত, পাকার সময় বোটার আশেপাশে হলুদাভ বর্ণ ধারণ করে, অন্য অংশ কালচে সবুজ থেকে যায়। আমটির আঁশ নেই। খেতে খুবই মিষ্টি হয় এবং মৌসুমের শুরুতে পাওয়া যায় বলে এ আমের ব্যপক চাহিদা থাকে। তবে এ আমটি খুব অল্পদিন বাজারে থাকে।
আমটি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ আরো কিছু অঞ্চলে হয়ে থাকে।
আপডেট করা হবে...