২৫ আগস্ট, বুধবার বিকাল সাড়ে তিন টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান এবং উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মার্শাল, সহকারী শিক্ষক মোঃ শহীদুল ইসলাম এবং মোঃ আব্দুস সামাদ। এসময় তাঁরা খেলাধুলা নিয়ে উপস্থিত খেলোয়াড়, দর্শক-শ্রোতাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উদ্বোধনী ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হয় এসএসসি ব্যাচ ২০১৪ এবং ২০১৬ এর মাঝে। প্রথম ম্যাচে ২০১৬ ব্যাচ ট্রাইবেকারে ২-১ গোলে বিজয়ী হয়েছে এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৭ এবং ২০২০ এর মাঝে। দ্বিতীয় ম্যাচে ২০১৭ ব্যাচ ৪-৩ গোলে বিজয়ী হয়েছে। উল্লেখ্য, এসএসসি ব্যাচ ১৯৯৯ এবং ২০১০ থেকে ২০২০ পর্যন্ত, মোট ১২ টি দলের খেলা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।