চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের নতুন নেতৃত্ব ঘোষণা ।। চাঁপাই পোস্ট



২৪ সেপ্টেম্বর, শুক্রবার, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে নবনির্বাচিত সভাপতি হয়েছেন অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ এবং সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম সভাপতি প্রার্থী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ্ব মোঃ এরফান আলী ভোট পেয়েছেন ১৭০ টি। ১৭৪ ভোট পাওয়া নির্বাচিত সাধারন সম্পাদক গত কমিটিতে যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন। নিকটতম সাধারন সম্পাদক প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য আবু সুফিয়ান ১৩৪ ভোট পেয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করেন।
এর আগে সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন।
পৌর আওয়ামী লীগের বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক শরিফুল আলমের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল আওয়াল শামীম, সদস্য বেগম আখতার জাহান, চাঁপাইনবাবগঞ্জ  জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মু. জিয়াউর রহমান, সহ-সভাপতি রুহুল আমিন, সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদসহ অনান্যরা
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সর্ব শেষ সম্মেলন হয় ২০১৪ সালের ২৯ নভেম্বর।  কাউন্সিলে অধ্যাপক শরিফুল আলম সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। 


Post a Comment (0)
Previous Post Next Post