চাঁপাইনবাবগঞ্জের এক স্বপ্নবাজ উদ্যোক্তা মনিষা শোভা।এক বছর আগে অক্টোবর মাসে যখন কঠোর লকডাউন চলমান তখন অবসর সময়কে কাজে লাগাতে অল্প পুঁজি নিয়ে একাই হ্যান্ড পেইন্ট পণ্য নিয়ে যাত্রা শুরু করেন তিনি।
ফেইসবুকে "স্বপ্নছোয়া World" নামে পেইজের মাধ্যমে এবং কিছু উদ্যোক্তা ও ব্যবসা সংশ্লিষ্ট গ্রুপে প্রচারণা চালাতে থাকেন তিনি।
মনিষা শোভা বলেন, " আমি শুরু করার মাত্র তিনিদিনের মাথায় প্রথম হ্যান্ড পেইন্ট পাঞ্জাবী বিক্রয় করেছি । প্রথম অর্ডারের পণ্য কুরিয়ার করে আমার বান্ধবী উম্মে হাবিবা'র কাছে পাঠিয়ে দিই।
শুরুর দিকে বিভিন্ন কারনে উদ্বিগ্ন থাকলেও সময়ের সাথে সাথে মনোবল না হারিয়ে মোকাবেলা করেছি।''
এরপর এক বছর পেরিয়েছে, পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজ হাতে ডিজাইন করা বিভিন্ন পাঞ্জাবী, টিশার্ট, শাড়ী, খাদি কাপড়ের থ্রি-পিস, খাদি কাপড়ের পাঞ্জাবি, হ্যান্ড পেইন্ট মাস্ক, চাদর ও ওড়নাসহ বিভিন্ন পোষাক পৌছে গেছে বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায়।
তিনি জানান, "আমার মা-বাবা ও বড় ভাইয়া আমাকে অনেক সহযোগিতা করেছে। বিশেষ করে আমার বাবা। মা-বাবার ছোট মেয়ে হিসেবে সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। এই অনুপ্রেরণা আমার উদ্যোক্তা জীবনের পথ মসৃণ করেছে।"
-advertisement-advertisement-advertisement- |
ফেসবুকে যেসব গ্রুপ থেকে তিনি অর্ডার পান তার মধ্যে স্টুডেন্টস ই-কমার্স প্ল্যাটফর্ম এবং চাঁপাইনবাবগঞ্জ বিজনেস প্ল্যাটফর্ম নামের দুইটি গ্রুপ অন্যতম বলে জানান তিনি।
উদ্যোক্তাদের জন্য এরকম গ্রুপগুলো সহায়ক ভূমিকা রাখে। তরুণ উদ্যোক্তাদের জন্য এগুলোই অনলাইন মার্কেটপ্লেস।
মেধা শ্রম ও সময় দিয়ে নিজের উপর বিশ্বাস রেখে এবং ক্রেতার চাহিদা ও সন্তুষ্টি নিয়ে কাজ করলে সফল হওয়া সম্ভব বলে শোভা মনে করেন। তিনি অন্য তরুণ উদ্যোক্তাদেরকে কাজে মনোনিবেশ করে ধারাবাহিক হতে পরামর্শ দেন।
উল্লেখ্য, বর্তমানে মনিষা শোভা ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়ণরত।
পড়াশোনা চলাকালীন এবং পড়াশোনা শেষে নিজের স্বপ্নের ‘স্বপ্নছোয়া ওয়ার্ল্ড'কে আরো বড় করতে চান তিনি।
পড়াশোনা চলাকালীন এবং পড়াশোনা শেষে নিজের স্বপ্নের ‘স্বপ্নছোয়া ওয়ার্ল্ড'কে আরো বড় করতে চান তিনি।