রাজশাহী কলেজের অধ্যক্ষ হলেন চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান আব্দুল খালেক। চাঁপাই পোস্ট

দেশ সেরা রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন প্রফেসর মোহা: আব্দুল খালেক।
সোমবার (০৪ অক্টোবর) ভারপ্রাপ্ত অধ্যক্ষ থেকে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে মনোনিত হলেন স্বপ্নবাজ এই শিক্ষক।
প্রফেসর মোহা. আব্দুল খালেক ২০১৯ সালে ১ জুন উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়ে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এর যোগ্য রানিংমেট ছিলেন। এ সময় তিনি রাজশাহী কলেজের আমূল পরিবর্তন করেন। 
অর্থনীতি বিভাগের প্রফেসর মোহা. আব্দুল খালেক'র জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার আরেক কৃতি সন্তান, রাজশাহী কলেজের ইতিহাসে একজন সফলতম অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান এর পি আর এল জনিত বিদায়ের পরে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান।
advertisement-advertisement-advertisement

করোনাকালেও শিক্ষার গুনগত মান ধরে অনলাইনে পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়েছেন। সেজন্য এরই মধ্যে সারাদেশে প্রশংসিত হয়েছেন তিনি। 
রাজশাহী কলেজের প্রাণ পুরুষ প্রফেসর মোহা: আব্দুল খালেক অধ্যক্ষ হিসেবে মনোনিত হওয়ায় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অভিনন্দন জানিয়েছেন। আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাজশাহী কলেজের বিভিন্ন সংগঠন, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন ব্যক্তিবর্গ।
.
চাঁপাই পোস্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। 
Post a Comment (0)
Previous Post Next Post