শিবগঞ্জে ফজলি ও আশ্বিনা আমের জি আই স্বীকৃতির দাবিতে মানববন্ধন || চাঁপাই পোস্ট

 

শিবগঞ্জ সরকারি মডেল স্কুলের সামনে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জি আই পণ্য হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১ নভেম্বর, সোমবার, বেলা ১০ টায় ম্যাংগো ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ পত্রিকার প্রতিবেদক আহসান হাবিব ও অন্যান্য সচেতন নাগরিকগণ।
বক্তারা বলেন, রাজশাহী নয়, ফজলি আমাদের জেলার ঐতিহ্যবাহী আম। চাঁপাইনবাবগঞ্জের নামেই ফজলি আমকে জি আই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এসময় তারা ফজলি আমকে রাজশাহীর নামে জি আই দেয়ার বিরোধিতা করেন এবং ফজলির পাশাপাশি আশ্বিনা আমকেও চাঁপাইনবাবগঞ্জের জি আই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য দাবী করেন।


উল্লেখ্য ২০১৭ সালের ৯ মার্চ, রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে এই স্বীকৃতি মিলেছে চলতি বছরের ৬ অক্টোবর। শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক তাদের ‘দ্য জিওগ্রাফিক্যাল আইডেন্টিকেশনের’ (জিআই) ১০ নম্বর জার্নালে এটি প্রকাশ করেছে।
এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়। রাজশাহীর মুকুল  মোহাইমিন বলেন, "আমার বাড়ি পুঠিয়া, আমি নিজে এটা মানতে পারছিনা ফজলি আমের জি আই ইনডেক্স রাজশাহী। এটা চাঁপাইনবাবগঞ্জের হওয়া উচিৎ ছিলো।" আরেকজন ফেসবুক ইউজার মন্তব্য করেন, "এটা সম্পূর্ণ রূপে ধৃষ্টতা। ফজলি আম সবসময় কানসাট সোনামসজিদ এলাকার আম হিসাবেই সারাদেশে পরিচিত।"
ব্যানার-ফেস্টুন (সংগৃহীত)
ম্যাংগো ফাউন্ডেশন এবং চাঁপাইনবাবগঞ্জের সচেতন নাগরিকদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজকের মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।


1 Comments

  1. Best eCOGRA Sportsbook Review & Welcome Bonus 2021 - CA
    Looking for an https://deccasino.com/review/merit-casino/ eCOGRA Sportsbook Bonus? At this 출장안마 eCOGRA Sportsbook review, we're talking about a variety herzamanindir.com/ of ECCOGRA septcasino.com sportsbook promotions. communitykhabar

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post