শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার পেলেন চাঁপাইনবাবগঞ্জের সুমাইয়া।

সুমাইয়া ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার অন্তর্গত নয়ালাভাঙা ইউনিয়নের  মো: সোহেল রানা এবং মোসা:জাকিয়া খাতুন দম্পতির মেয়ে।

কঠোর পরিশ্রম ও তপস্যায় বিশ্বাসী চাঁপাইনবাবগঞ্জের এক বিস্ময়কর কন্যা।
দীর্ঘদিনের শ্রম ও তপস্যার মিলেছে স্বীকৃতি।  উত্তরবঙ্গের জেলা থেকে পেয়েছেন সম্মাননা পুরস্কার ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক এ্যাওয়ার্ড ২০২১'
গত ৩ ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক এ্যাওয়ার্ড -২০২১' এ ১০ জন সেরা স্বেচ্ছাসেবক কে জাতীয় ভাবে সম্মাননা দেয়া হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের একজন নিবেদিত স্বেচ্ছাসেবক হিসেবে প্রায় ৭ বছর ধরে কাজ করছেন তিনি। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের যুব প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সম্মাননা পেয়ে কেমন লাগছে জানতে চাইলে তিনি  জানান, ‘শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কার ২০২১' পেয়ে আমার মনোবল আরো বেড়ে গেছে । কোনো কিছু মন থেকে করলে সেটার প্রতিদান হয়তো এভাবেই পাওয়া যায়। রেড ক্রিসেন্ট এর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেছে। আগের থেকেও এখন বেশি দায়িত্ব বোধ কাজ করে। এখন শুধু মনে হয় রেড ক্রিসেন্ট আমার কাধে অনেক বড়ো দায়িত্ব তুলে দিয়েছে।'

তার এই কৃতিত্বে পিতা-মাতা সহ ইউনিটের সবাই অত্যন্ত খুশি হয়েছেন। বিশেষ করে তার মা তাকে অনেক অনুপ্রেরণা দিয়ে পাশে থেকেছেন বলে জানান। শুরুতে বাবা একটু বকাঝকা করলেও এখন সামাজিক কাজ, মানবিক কাজে অগ্রসর ভূমিকা রাখতে অনুমতি দিয়েছে। যা তার কাজের গতিকে তরান্বিত করেছে বলে মনে করেন সুমাইয়া।  তিনি বলেন, ‘যখন শ্রেষ্ঠ সেচ্ছাসেবক মনোনয়ন এর জন্য বলা হয়েছিলো, তখন আমার আম্মু বলেছিল যদি কেউ একজন ও পায়  তাহলেও সেটা তুমি পাবে। কেন পাবো সেটা  জিজ্ঞেস করাতে তিনি বলেছিলেন, ‘তোমার মত করে কেউ রেড ক্রিসেন্ট করতে পারবে না, তুমি খুব ভালোবেসে কাজ করো'

সুমাইয়া বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে সম্মান ১ম বর্ষে অধ্যয়নরত রয়েছে।

...

বিজ্ঞাপন! 


Post a Comment (0)
Previous Post Next Post