জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণিল বিজয় দিবস পালন।

 


৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ মিলে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহান বিজয় দিবসের নানা কর্মসূচি।  

বৃহস্পতিবার সকালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে জেলার বিভিন্ন স্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।  

বিকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী সহ আরো অনেক পেশার মানুষ উপস্থিত হন ডা. আ আ হ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার)  স্টেডিয়ামে। 

জেলা প্রশাসনের পূর্ব ঘোষণা অনুযায়ী জেলায় ৫০ হাজার পতাকা প্রদর্শন করা হবে বলে জানা যায়। অর্ধেক পতাকা স্টেডিয়ামের ১৬ হাজার শিক্ষার্থী প্রদর্শন করেন এবং মানব পতাকা আকারে দাঁড়ান। বাকী পতাকা জেলার বিভিন্ন উপজেলায় প্রদর্শন করা হয়। 

বিকাল ৪:৩০ টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী শপথবাক্য পাঠ করান।  সেই শপথবাক্য পাঠ করেন স্টেডিয়ামে উপস্থিত সকল পেশাজীবি মানুষ।  


(সংকলিত) 

Post a Comment (0)
Previous Post Next Post