কবিতা- তুমি যদি চাও - আফিফা আক্তার আনিসা



লিখব না কোন কবিতা,
তুমি ছাড়া।
গায়ব না কোন গান,
তুমিহীনা।
আমার একতারা তার,
তুমি সুর, তুমিই বীনা।
আমি এইটাকে প্রেম বলি,
লোকে বলে জেনা।
এখন যারা মুরুব্বি,
একসময় তারাও ডুবেছিল।
এখন বয়েসের ভর পড়ে,
তারা করছে ঘৃন্যা।
তবুও এখনও বলব আমি
আমার রাতের আকাশের চাঁদের, আলো তুমি।
তুমি ছাড়া আমার জীবন সাহারা মরুভূমি।
যদি চাও করে দিব, চোখে তে, কাজল রেখা।
বয়স টা খুবই খারাপ, কাটানো যাই না একা।
বলো যদি করে দিব, কপালের টিপ।
তুমি আমার ভালোথাকার একটা দিক।
ইচ্ছে করে করে রাখি মাথার বেনুনি,
অনেক কথা বলার ছিলো, বলা হয়নি!


আফিফা আক্তার আনিসা






Post a Comment (0)
Previous Post Next Post