বই মেলায় আফরোজা নাসরীনের বই | চাঁপাই পোস্ট

 

আফরোজা নাসরীনের জন্ম ঢাকায় হলেও বেড়ে ওঠা চাঁপাইনবাবগঞ্জ জেলায়। নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন।
নবম শ্রেণি থেকে সাহিত্য চর্চায় মনোনিবেশ,  "আমপাতা খেলাঘর " সাহিত্য বিষয়ক পত্রিকার মাধ্যমে লেখালেখির যাত্রা শুরু।
বর্তমানে তিনি শিবগঞ্জ কলেজে বাংলা বিভাগে প্রভাষক পদে কর্মরত আছেন।  তাঁর শখের মধ্যে অন্যতম ভ্রমণ, বই পড়া এবং আবৃত্তি।

লেখিকার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে উপন্যাস  "জীবন নদী " যেটা উৎসর্গ করেছেন নিজের ছেলে ও মেয়ে মাহি এন হাসান মৌনতা ও মাহ্দী হাসান নীরবকে।
কাব্যগ্রন্থ "ঘাসফুল " যেটা উৎসর্গ করেছেন নিজের জীবনসঙ্গী মাসুদ হাসানকে।
যৌথ কাব্যগ্রন্থ - অগ্নিশিখা ও মুজিবস্মরণে।
বইগুলো স্বরবর্ণ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
বইগুলো পাওয়া যাবে অনলাইনে রকমারি ডটকম, স্বরবর্ণ ডটকম এবং বাতিঘর বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে।
২০২২ এর একুশে বই মেলায় চলন্তিকা প্রকাশনীর প্যাভিলিয়নে স্টল নং  ৬০০ থেকেও সংগ্রহ করা যাবে বইগুলো।

তিনি তাঁর পাঠকের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, ‘বই জ্ঞানের পরিধি বাড়ায় আর সাহিত্যচর্চা মনুষ্যত্ব বোধ কে বিকশিত করে। সুতরাং বই পড়ি এবং অন্যকে পড়তে উৎসাহিত করি।'


Post a Comment (0)
Previous Post Next Post