সুজান সাম্পানের ‘তেইশ ফোঁটা রক্ত' || চাঁপাই পোস্ট


চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ার সন্তান সুজান সাম্পান। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করে এখন চাকরি করছেন। 
বই পড়তে ভালোবাসেন আর লিখতেও ভালো বাসেন। বই লেখার ব্যাপারে সুজান সাম্পান মনে করেন প্রতিটি বই মই এর মত। তার ভাষ্যমতে একটি বই- একটি মই। তিনি মনে করেন কাজের বই যা আমাদের কিছু শেখাবে, দৃষ্টিকোণ উন্নত করবে, সেসব বই পড়তে হবে।  আর পড়ার পাশাপাশি যদি পারা যায় লিখতেও হবে। কেননা বই একটা বড় শক্তি। 

সুজান সাম্পানের এই শক্তি এবারের বই মেলায় এসেছে। বই এর নাম তেইশ ফোঁটা রক্ত। কাব্যগ্রন্থটি-২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রথম প্রকাশিত হয়েছিলো। 
অনুপ্রাণন প্রকাশনা থেকে বইটি বের করা হয়। 

বইটি পাওয়া যাচ্ছে এবারের বইমেলায় অনুপ্রাণন এর ৪৩৫ ও ৪৩৬ নম্বর স্টলে। 

সুজান সাম্পানকে আমরা তার পাঠকদের উদ্দেশ্য করে কিছু বলার জন্য বলি। 
তিনি বলেন, ‘‘বইকে এক প্রকার শক্তি ভাবতে পাবেন, নিজেকে চেনা জানা আর অজ্ঞাত অন্ধকার থেকে বাঁচতে পড়ার বিকল্প নেই। তবে গোগ্রাসে না পড়ে সঠিক নির্বাচন থাকা চাই। ভুল পথে হাঁটা যাবে না।’’
Post a Comment (0)
Previous Post Next Post