ভাষার মাসে ‘হারঘে বাংলা ভাষা' ভিডিও প্রতিযোগিতা ২০২২ ।। চাঁপাই পোস্ট


২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চাঁপাই পোস্টের বিশেষ আয়োজন ‘হারঘে বাংলা ভাষা' ভিডিও প্রতিযোগিতা ২০২২ শুরু হয়েছে।

নিয়মাবলি:
১) মুঠোফোনে ভিডিও ধারণ করে চাঁপাই পোস্টের ফেসবুক গ্রুপে (চাঁপাই পোস্ট) পোস্ট করতে হবে এবং নিজ নিজ টাইমলাইনে শেয়ার দিতে হবে। উক্ত পোস্টে ইচ্ছামত মেনশন দেওয়া যাবে।
২) ভিডিও সর্বনিম্ন ১ মিনিট এবং সর্বোচ্চ ১০ মিনিটের হতে হবে।
৩) ভিডিওতে কথা বলতে হবে চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায়।
৪) একজন অংশগ্রহণকারী একাধিক ভিডিও পোস্ট করতে পারবে।
৫) কথা বলার টপিক
i) আঞ্চলিক ভাষায় ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্ণনা।
ii) চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক ভাষায় যেকোন গান/কবিতা পাঠ বা নিজের ভাষায় যেকোন কিছু বর্ণনা।
iii) একক গম্ভীরা গান।
* প্রতিযোগিতা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।
* ১ম-৫ম স্থান অধিকার গ্রহনকারীদের জন্য রয়েছে বিশেষ পুরস্কারের ব্যবস্থা। (পরে জানিয়ে দেয়া হবে)
* গ্রুপের পোস্টে লাইক এবং কমেন্টের ভিত্তিতে ৫০% মার্কস এবং বিচারকের ৫০% মার্কস বিবেচনায় পুরস্কৃত করা হবে।
* প্রতিযোগিতা নিয়ে চাঁপাই পোস্ট কর্তৃপক্ষের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।



যুক্ত হোন চাঁপাই পোস্টের ফেসবুক গ্রুপে এবং অংশ নিন ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষ্যে আয়োজিত " হারঘে বাংলা ভাষা" ভিডিও প্রতিযোগিতা ২০২২ - কার্যক্রমে। 


Post a Comment (0)
Previous Post Next Post