১২তম চাঁপাই উৎসব ৪ঠা মার্চ | চাঁপাই পোস্ট


চাঁপাই উৎসবের একযুগ পূর্তি উৎসব আগামী ৪ঠা মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার উদ্যোগে উক্ত অনুষ্ঠান ইন্ঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (IEB)'র মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে জানা যায়। 

ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ বাসীর প্রাণের এই আয়োজনের স্লোগান- "চলো জি ভাই চাঁপাই উৎসবে যাই"।

গত ১১ বছরের মত ১২তম চাঁপাই উৎসবে নাড়ির টানে হাজারো প্রাণের মিলন মেলায় বরাবরের মত সকালের নাস্তায় থাকবে ঐতিহ্যবাহী কালায়ের রুটি, বেগুন ভর্তা; দুপুরে বড়ি, বেগুন, কালাইয়ের ডাল ও গরুর মাংস, বিকালে আন্ধাসা, সন্ধ্যায়- চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী লোকসংগীত জনপ্রিয় গম্ভীরা গান পরিবেশনা। 


.


যুক্ত হোন চাঁপাই পোস্টের ফেসবুক গ্রুপে এবং অংশ নিন ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষ্যে আয়োজিত " হারঘে বাংলা ভাষা" ভিডিও প্রতিযোগিতা ২০২২ - কার্যক্রমে। ফেসবুক গ্রুপ

Post a Comment (0)
Previous Post Next Post