ছোট সোনা মসজিদ | ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান | চাঁপাইনবাবগঞ্জ



বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদগুলোর মধ্যে ছোট সোনা মসজিদ অন্যতম একটি নাম। সুলতানি স্থাপত্যের রত্ন হিসেবে আখ্যায়িত এই মসজিদটিকে বাংলাদেশের প্রস্তর শিল্পের অনন্য নিদর্শন হিসেবে ধরা হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন শাহবাজপুর ইউনিয়নের ফিরোজপুর মৌজায় অবস্থিত। জেলা শহর থেকে যার দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। 
এই মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত এক শিলালিপি থেকে জানা যায় যে, সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্ -এর শাসনামলে (১৪৯৩-১৫১৯ খ্রিস্টাব্দ ) ওয়ালি মোহাম্মদ বিন আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেন। 
অলংকারের ক্ষেত্রে যে সোনালি গিল্টির ব্যবহার হয়েছিল তা থেকেই এর নামকরণ হয়েছিল সোনা মসজিদ যা বর্তমানে অনুপস্থিত। আর বাংলাদেশ-ভারত সীমানায় ভারতে আয়তনে বড় আরেকটি সোনা মসজিদ রয়েছে। সেজন্য ভারতে অবস্থিত মসজিদটিকে বড় সোনা মসজিদ আর চাঁপাইনবাবগঞ্জের এই মসজিদকে ছোট সোনা মসজিদ বলা হয়। 
সুলতানি স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদে গ্রানাইটের টালী ব্যবহৃত হয়েছে এবং তার উপর পাথরের একটি স্তর বসানো হয়েছে। এতে ইটের তৈরি ১৫ টি গম্বুজের মাঝের ৩ টি গম্বুজ দেশের প্রচলিত চৌচালার মত করে নির্মাণ করা হয়েছে। মসজিদের ভিতরের ৮ টি স্তম্ভ ও চার পাশের দেয়ালের উপর গম্বুজগুলো তৈরী। এর চার কোণায় চারটি অষ্টকোণাকৃত্রির বুরুজ বা স্তম্ভ রয়েছে এবং পশ্চিম দিকের দেয়ালে ৫ টি নকশা খচিত মেহরাব রয়েছে। 

ছবিঃ সংগৃহীত


মসজিদের পরিমাপ হলো উত্তর-দক্ষিনে ৮২ ফুট আর পূর্ব-পশ্চিমে ৫২.৫ ফুট। মসজিদের সম্মুখভাগে ৫ টি এবং দুই পাশে ৩ টি করে দরজা রয়েছে। প্রত্যেক দরজার কিনারায় অত্যন্ত সুশোভিত কারুকার্য বিদ্যমান।

মসজিদের প্রবেশ পথের পাথরের তোরণটিও সুদৃশ্য কারুকার্যময়। এই তোরণটির সামনেই রয়েছে সুলতানি আমলের সারি সারি বাধাই করা কবর। 




ছোট সোনা মসজিদ প্রাঙ্গণে রয়েছে মহান মুক্তিযুদ্ধের দুই বীর সন্তানের কবর। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও বীর মুক্তিযোদ্ধা মেজর নাজমুল হক টুলুর কবর মসজিদের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছোট সোনা মসজিদ কীভাবে যাবেন ?

বাইরের জেলা থাকে মূলত চাঁপাইনবাবগঞ্জ সদরে বাস বা ট্রেনে করে আসার পর অটো, সিএনজি বা অন্য কোনো যানে চড়ে সোনা মসজিদ যেতে হয়।
সদর উপজেলার বিশ্বরোড মোড় বা শান্তিমোড় থেকে এসব যানবাহন চলাচল করে। প্রায় ৩৫ কিলোমিটার পথ পার হয়ে সোনা মসজিদ যেতে হয়। জনপ্রতি ভাড়া লাগে আনুমানিক ৬৫টাকা থেকে ৭৫ টাকা  (সময়ের সাথে বিভিন্ন প্রেক্ষাপটে পরিবর্তন হয়)। 


(সংকলনে: আনারুল ইসলাম; তথ্যসূত্র: ইউকিপিডিয়া; ছবি: সংগৃহীত)



1 Comments

  1. casino, poker room, blackjack, bingo
    casino, poker room, blackjack, bingo room, blackjack, 출장안마 bingo room, poker ventureberg.com/ room, poker kadangpintar room, https://vannienailor4166blog.blogspot.com/ poker room, poker room, poker room, poker room, 바카라 사이트

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post