নাচোলে ২০০ পরিবারের মুখে হাসি ফোটালো এনমাস


একেবারে নতুন ও ভিন্নভাবে ২০০ অসহায় পরিবারের মুখে হাসি ফোটালো নাচোলের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এনমাস(নাচোল মানবিক উন্নয়ন সোসাইটি)। তারা পৌরসভার প্রায় ১০টি মহল্লায় অসহায় পরিবারের মুখে ৫০০গ্রাম করে গরুর মাংস বিতরণ করে। গতকাল সোমবার সকাল ১০টায় একটি ৫৫ হাজার টাকা দামের গরু জবাই করে তারা সেটার মাংস বিভিন্ন মহল্লায় প্যাকেট করে ভ্যানে ভ্যানে বিতরণ করে। 
সংগঠনটির সভাপতি শাকিল রেজা জানান, নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী তাঁর পরিবারের সুস্থতা কামনায় একটি গরু কিনে অসহায়দের মাঝে সাদকা হিসেবে বিতরণ করতে বলেন। এনমাস টিম তাতে রাজি হলে ৫৫হাজার টাকা তিনি তাৎক্ষনিক পাঠিয়ে দেন। গত রবিবার সে টাকায় গরু কিনে সেটি নিজ দায়িত্বে জবাই করে এনমাসের সদস্যরা প্যাকেটজাত করে বিভিন্ন পাড়া-মহল্লায় অসহায়দের মাঝে বিতরণ করেন। সাধারণ সম্পাদক সাগর আলী বলেন, এক প্যাকেট মাংস পেয়ে একরকম ঈদ আনন্দের মতই খুশি হয়েছেন অসহায় পরিবারগুলো। 
উল্লেখ্য যে, সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে জেলার বিভিন্ন মানুষের মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন।

--------

যুক্ত হোন চাঁপাই পোস্টের ফেসবুক গ্রুপে এবং অংশ নিন ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষ্যে আয়োজিত " হারঘে বাংলা ভাষা" ভিডিও প্রতিযোগিতা ২০২২ - কার্যক্রমে। 
Post a Comment (0)
Previous Post Next Post