আরএস ব্লাড ব্যাংকের ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন' অনুষ্ঠিত


গ্রামবাসীকে রক্তদানে উৎসাহিত করতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার অন্তর্গত চৌডালা ইউনিয়নের কদমতলী বাবু বাজারে আরএস ব্লাড ব্যাংক নামক স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক অনুষ্ঠিত হলো ‘ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ বা বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা বিষয়ক দিনব্যাপি কর্মসূচি।

উক্ত সংগঠনের সদস্যরা জানান, রক্তদান নিয়ে অনেক গ্রামবাসীর মনে এখনও সংশয় রয়েছে। তাই অনেকে রক্তের গ্রুপ পরীক্ষা করতে আগ্রহী ছিল না। কেউবা মনে করেন রক্ত দিলে রক্তশূণ্যতায় ভুগবেন। অনেকের রয়েছে পারিবারিক বিধি-নিষেধ। রক্তদান বিষয়ে ভুল ধারণা দূর করতে এবং থ্যালাসেমিয়া সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে আয়োজন করা হয় ক্যাম্পেইনের।

এ সময় বিনামূল্যে ছয় শতাধিক মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোঃ তানজিল হোসেন। ক্যাম্পেইন পরিচালনা করেন প্রতিষ্ঠাতা মোঃ সাকিম আহম্মেদ, সহ-প্রতিষ্ঠাতা মোসাঃ রুবি খাতুন, সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক স্বপ্নবাজ আঃ আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সারোয়ার সোহাগ , মহিলা বিষয়ক সম্পাদক মোসাঃ আলেমা খাতুন, সহ মহিলা বিষয়ক সম্পাদক ফাবিয়া ইলা সহ বেশ কিছু সদস্য।
Post a Comment (0)
Previous Post Next Post