সহকারী জজ পরীক্ষায় ২য় চাঁপাইনবাবগঞ্জের মিতু || চাঁপাই পোস্ট


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়ানশুকা এলাকার মো. নাইমুল ইসলাম ও নাহিদা খাতুন দম্পতির মেয়ে জান্নাতুন নাঈম মিতু ১৪ তম 'বাংলাদেশ জুডিসিয়ারি সার্ভিস' (বিজেএস) পরীক্ষায় ২য় স্থান অর্জন করেছেন।
২১ এপ্রিল (বৃহস্পতিবার) বিজেএস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী জজ পদে মোট ১০২ জনকে মনোনীত করে ফল প্রকাশ করা হয়। 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, আইন বিভাগ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ‘ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিতু নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক (এসএসসি) ও রাজশাহী নিউ গর্ভমেন্ট ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশ করেন।
বিচার বিভাগের লিগ্যাল এইড নিয়ে কাজ করার বিশেষ পরিকল্পনা সহ সমাজের অসহায় দরিদ্র নির্যাতিত মানুষ যাতে ন্যায্য বিচার পায়, সে লক্ষ্যে কাজ করতে চান তিনি।

-
সূত্র: ঢাকা পোস্ট, বিজেএস ও ফেসবুক।
Post a Comment (0)
Previous Post Next Post