চাঁপাইনবাবগঞ্জের ভূমিহীন ও গৃহহীন ৬১৬ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার । চাঁপাই পোস্ট

"আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার" প্রতিপাদ্যে মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জে ভূমিহীন ও গৃহহীন ৬১৬ পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান করা হবে।

সোমবার (২৫ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ের সময় এ তথ্য জানান।  


তিনি আরো জানান, ৬১৬ টি ঘরের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৭১ টি, শিবগঞ্জ উপজেলায় ১১৬, গোমস্তাপুর উপজেলায় ৬৩, নাচোল উপজেলায় ২১৬, ভোলাহাট উপজেলায় ১৫০ টি পরিবারকে জমির মালিকানাসহ ২ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর প্রদান করা হবে। 


উল্লেখ্য সারাদেশব্যাপী প্রায় ৩২,৯০৪ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হবে। আগামী ২৬ এপ্রিল (মঙ্গলবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। 

-

সূত্রঃ জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ, ইউএনও শিবগঞ্জ, চাঁপাই নিউজ

Post a Comment (0)
Previous Post Next Post