নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২০২০ ব্যাচ

 

নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১৭ জুলাই (রবিবার) বিকাল ০৪ টায় সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এসএসসি ব্যাচ ২০২০ এবং ২০২১ মুখোমুখি হয়। নির্ধারিত খেলার সময়সূচির মধ্যে ২০২০ ব্যাচ ট্রাইবেকারে ৫-৪ গোলে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির পরিচালক ডা. মো: দূররুল হোদা, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব মো: আব্দুল হান্নান, সহকারী প্রধান শিক্ষক মোহা: মার্শাল, সহকারী শিক্ষক মো: রুহুল ইসলাম ও মোঃ সেরাজুল ইসলাম এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো: আসলাম কবীর।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে খেলার সাথে সম্পৃক্ত থাকার আহবান জানান।

Post a Comment (0)
Previous Post Next Post