মহারাজপুর ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ১১০০ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা

 

মহারাজপুরের যুব সমাজের উদ্যোগে গড়ে তোলা স্বেচ্ছাসেবী সংগঠন 'মহারাজপুর ব্লাড ফাউন্ডেশন' বিনামূল্যে ১১০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে। 

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৮ টায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদরের নামোশংকরবাটী ডিহিপাড়া ঈদগাহ প্রাঙ্গণে উক্ত রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

বসুন্ধরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠান কার্যক্রমের সময় উপস্তিত ছিলেন সংগঠনটির সংগঠক মাসুম, নিলয়, রাতুল, জহুরুল, শামিম, ইলমা, শিহাব, সজিব, বাসির, ইসমাইল সহ আরো অনেকে। 

যুব সমাজকে রক্ত দানে উৎসাহিত করতে ও রক্তদাতা তৈরীর লক্ষ্যে এই আয়োজন বলে জানান সংগঠনটির সংগঠক ও গ্রুপের এডমিন মোঃ মাসুম আলী। 

আরেকজন সংগঠক মো: হারুনুর রশিদ বলেন ''এর আগেও আমরা মহারাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৮৫০ জনের এবং চক আলামপুর বিশ্বাস পাড়ায় ৫৫০ এর অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছি।' 

সামনেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়। 




Post a Comment (0)
Previous Post Next Post