রাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিক্ষক-শিক্ষার্থীদের ইফতার মাহফিল সম্পন্ন।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্চন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত আয়োজন অনুষ্ঠিত হয়। 

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর রেজিস্ট্রার অধ্যাপক মো: আবদুস সালাম, ব্যবসায় প্রশাসন ও ইন্সটিটিউটের অধ্যাপক এ কে শামসুজ্জোহা, ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল আলম, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো: এনামুল হক, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম (বাদল), ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক মো: আল বাকী বরকতুল্লাহ সহ বিভিন্ন বিভাগের মোট ৪৫ জন শিক্ষক এবং  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন বিভাগের মোট ৩৫০ জন শিক্ষার্থী। 


উপস্থিত শিক্ষকমণ্ডলী বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন হতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অর্থাভাবে কোনো শিক্ষার্থী যেন ঝরে না যায় সেজন্য যে-কোন প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 
এছাড়াও জেলার শিক্ষক শিক্ষার্থীদের সুসম্পর্ক বজায় রাখতে শিক্ষামূলক সেমিনার ও অনুষ্ঠানের আয়োজন করতে সংগঠকদেরকে উদ্দেশ্য করে পরামর্শ দেন তারা।
সর্বশেষে দোয়া ও ইফতারের মাধ্যমে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

Post a Comment (0)
Previous Post Next Post