নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের ফুটবল টুর্নামেন্ট শুরু|| ২০২৩




নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে তৃতীয় বারের মতো আয়োজন করা হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট। 
আজ ১৭ ডিসেম্বর (রবিবার) বিকাল ৪ টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসলাম কবীর -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মো. দুরুরুল হোদা, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন  সহকারী প্রধান শিক্ষক মোহা: মার্শাল।

প্রধান অতিথি তার বক্তব্যে খেলা পরিচালনা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়ে সে ব্যাপারে নির্দেশনা প্রদান করেন।  ভ্রাতৃত্বের বন্ধনে ঐতিহ্যবাহী স্কুলের প্রাক্তন ছাত্রদের এই ঐতিহ্যবাহী খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

উদ্বোধনী ম্যাচে এসএসসি ব্যাচ ২০০২ ও ২০০৫ মুখোমুখি হয়।
টাইব্রেকারে ২-০ গোলে ২০০৫ এসএসসি ব্যাচ জয়লাভ করে। 


উল্লেখ্য ২০২৩এর আসরে মোট ১৬ টি এসএসসি ব্যাচ খেলার জন্য প্রস্তুতি নিয়েছে।

ফিক্সচার নিম্নরুপ: 



Post a Comment (0)
Previous Post Next Post