নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ২৭ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৪ টায় সমাপনী খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এসএসসি ব্যাচ ২০১৫ এবং ২০২১ মুখোমুখি হয়। নির্ধারিত খেলার সময়সূচির মধ্যে ১-০ গোলে ২০২১ এসএসসি ব্যাচ বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নামোশংকরবাটী এলাকার কৃতি সন্তান, ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট -এর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: সেফাতুল্লাহ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসলাম কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোহা: মার্শাল, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, চাঁপাইনবাবগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এন্ড ইনচার্জ মো: ইয়াকুব আলী, রেজা অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো: বুলবুল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: সুমন আলী, আশা অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক মো: সারোয়ার জাহান মিঠুন সহ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রবৃন্দ।
এসময় প্রধান অতিথি এলাকার মানুষের এবং প্রাক্তন ছাত্রদের সম্প্রতি দেখে অভিভূত হয়ছেন বলে জানান। খেলাধুলা খারাপ কাজ থেকে দূরে রাখে, মাদকের ছোবল থেকে রক্ষায় খেলাধুলা আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
সভাপতি মো: আসলাম কবির বলেন, 'এই খেলাধুলার আসর শুধু খেলা নয়, এটা প্রাক্তন ছাত্রদের একটা মিলনমেলা। প্রাক্তন ছাত্ররা এক জায়গায় মিলিত হয়ে আত্মার আত্মতৃপ্তির বহিঃপ্রকাশ ঘটে। এ ধারা অব্যাহত থাকুক সেটা চাই। এরকম আয়োজনে সবসময় সার্বিক পৃষ্টপোষকতায় থাকবো ।'
১৮ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট ১৬ টি এসএসসি ব্যাচভিত্তিক খেলা পরিচালিত হয়েছে বলে জানা যায়।
খেলা আয়োজনে পৃষ্টপোষক প্রতিষ্ঠান হিসেবে ছিলো আলী কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার, মহানন্দা স্পেশালাইজড হসপিটাল, আল আরাফ ট্যুরিজম সার্ভিসেস, রেজা অটো রাইস মিল, আশা অটো রাইস মিল, এসকে ট্রেডার্স, রেহান স্টোর, চাঁপাই মার্ট, প্রমুখ।
ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো ইমোশন ওয়েডিং জোন, ইমোশন ক্যাফে, বাপ্পী ডেকোরেটর এবং রাজধানী মাইক।
শেষে রানার্সআপ ২০১৫ ব্যাচের এবং চ্যাম্পিয়ন ২০২১ ব্যাচের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।