চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী বৃহত্তর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি, ২০২৫), উপজেলা পরিষদ চত্বরে শিবগঞ্জের স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক আলোচনা সভা ও দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায়।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁপাইনবাবগঞ্জ, মোঃ আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চাঁপাইনবাবগঞ্জ মোঃ নকিব হাসান তরফদার; সুইচ কন্ট্রাক্ট- বাংলাদেশ এর হেড অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আলমগীর কবির; জাতীয় উদ্যান তত্ত্ব ও গবেষণা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মোখলেসুর রহমান সহ কৃষি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
এছাড়াও প্রশাসক, শিবগঞ্জ পৌরসভা ও উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ; মোঃ আজাহার আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিবগঞ্জ উপজেলা তথা চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও আম ব্যাবসায়ীগণ।
শিবগঞ্জে স্থানীয় অর্থনীতি ও আমের সমৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে জেলা প্রশাসক (ডিসি), চাঁপাইনবাবগঞ্জ মোঃ আব্দুস সামাদ বলেন বাংলাদেশের রাজধানী ঢাকা হলে, আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলা।
উক্ত আলোচনা সভা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী আমের জাত (উন্নত উদ্ভাবনী নতুন জাত) ও আমের তৈরি ঐতিহ্যবাহী খাবার এবং খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার আম নিয়ে নাটক, মঞ্চস্থ প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যদিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
// courtesy: Chapai Press